Title
২৭-০৯-২০২৩ইং রোজ : বুধবার সকাল ১০.০০ ঘটিকা সয় হতে কৃষ্ণপুর ইউনিয়নের দুঃস্থ, গরিব ও অতি দরিদ্রদের মাঝে ২০০ জন (ভিডব্লিউবি) ভিজিডি কার্ডধারীর মধ্যে ৩০ কেজি করে চাউল সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ করা হয়েছে।
Details
অতি দরিদ্রদের জন্য কর্মসূচী কার্যক্রম ২০২৩-২০২৪ অর্থ বছরের আওতায় কৃষ্ণপুর ইউনিয়নে, পূর্ব মকিমপুর, ছোট বারাহি, হাজীনগর কাটাখালী স্থানে কর্মসুচীর কার্যক্রম উৎসব মুখর পরিবেশে মাটি কাটার কাজ শুভ উদ্বোধন করেণ চেয়ারম্যান মহোদয় জনাব বিপ্লব হোসেন সেলিম ও প্রকল্প সভাপতি।